মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের সঙ্গে গত মঙ্গলবার টোল গ্রাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। ঢাকায় লাফার্জের প্রধান এই চুক্তি সই করা হয়। লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী তারেক এলবা এবং মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদ উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। প্রচারিতঃ প্রথমআলো, তারিখঃ ২৪ জুলাই ২০১৪, পৃষ্ঠাঃ অনলাইন লিংকঃ https://epaper.prothomalo.com/loginuser.php