দেশের সিমেন্ট শিল্প অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জন করেছে। এ জন্য প্রয়োজন অবকাঠামো সুবিধা ও সুস্থ রাজনৈতিক পরিবেশ। এসব সুবিধা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। কারণ বাংলাদেশের সিমেন্ট আস্তর্জাতিক মানস¤পন্ন। দেশে ও বিদেশে বাংলাদেশের সিমেন্টের বেশ চাহিদা রয়েছে। গতকাল শনিবার রাজধানীর রুপসী বাংলা হোটেলে মেট্রোসেম সিমেন্টের নতুন লোগো এবং মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি প্রকৌশলী ড. এম. শামীম জেড. বসুনিয়া এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফকরুল আলম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি হাবিবুর রহমান। ড. বসুনিয়া বলেন, নানা প্রতিক‚লতার পরেও দেশে ৬৩টি সিমেন্ট কারখানা রয়েছে। এর মধ্যে মাত্র ২৩টি উৎপাদনে আছে। এসব কারখানার উৎপাদন ক্ষমতা ৩০ মিলিয়ন টন হলেও বাজারে চাহিদা রয়েছে মাত্র ১৮ থেকে ২০ মিলিয়ন টন। মেট্রোসেম গ্রুপের এমডি মুহাম্মদ শহীদ উল্লাহ বলেন, মেট্রোসেম দেশের নির্মাণ শিল্পের বিশ্বস্ত নাম। আরো উন্নত করার লক্ষ্যে মেট্রোসেম সিমেন্টের নতুন লোগো এবং মোড়ক উম্মোচন করা হয়েছে। প্রচারিতঃ কালের কণ্ঠ, তারিখঃ ২ ফেব্রুয়ারি ২০১৪, পৃষ্ঠাঃ অনলাইন লিংকঃ http://www.ekalerkantho.com/